গরম নিয়ে কি বলছে আবহাওয়া অফিস - BANGLA KHOBOR | বাংলা খবর

Breaking News


Thursday, September 28, 2023

গরম নিয়ে কি বলছে আবহাওয়া অফিস

 

গরম নিয়ে কি বলছে আবহাওয়া অফিস
গরম নিয়ে কি বলছে আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে আগামী পাঁচদিনে ক্রমান্বয়ে বাড়তে পারে বৃষ্টিপাত, ফলে কমার সম্ভাবনা রয়েছে তাপমাত্রাও। এমন পূর্বাভাস দিয়েছে আবাহওয়া অফিস।


আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বুধবার জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী শুক্রবারের (২৯ সেপ্টেম্বর) মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




No comments:

Post Top Ad

Responsive Ads Here